ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কৃত্রিমভাবে এরশাদের শ্বাস-প্রশ্বাস চলছে: জিএম কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
কৃত্রিমভাবে এরশাদের শ্বাস-প্রশ্বাস চলছে: জিএম কাদের সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কৃত্রিমভাবে এরশাদের শ্বাস-প্রশ্বাস চলছে। 

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান শারীরিক  অবস্থা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, গত দু’দিন ধরে এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে।

এতে এরশাদের শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হচ্ছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণ করা হচ্ছে।  

তিনি বলেন, চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নয়।  

এক প্রশ্নের জবাবে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সিএমএইচ এর চিকিৎসকরা এরশাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন।  

তিনি আরও বলেন, কৃত্রিমভাবে এরশাদের শ্বাস-প্রশ্বাস চলছে, তার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, আজম খান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুর আজহার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, নুরুর ইসলাম নুরু, দিদারুল কবির দিদার, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, বারী মুন্সী, মোস্তফা আল মাহমুদ, গোলাম মোস্তফা, মো. হুমায়ুন খান, মো. হাবিবুল্লাহ, মো. মিল্টন মেল্লা, কেন্দ্রীয় নেতা মো. মহিবুল্লাহ, মো. নেওয়াজ আলী ভূঁইয়া, ফজলে এলাহী সোহাগ, অ্যাডভোকেট আবু তৈয়ব, মো. জাকির হোসেন মৃধা, মো. শফিউল ইসলাম শফি, আনোয়ার হোসেন তোতা, মীর মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।