ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জিএম কাদেরের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জুলাই ১২, ২০১৯
জিএম কাদেরের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায়  সুনীল শুভরায়

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। 

শুক্রবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক নির্দেশে এ কথা জানানো হয়।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ দিয়েছেন।

যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।