এমন ছাত্রলীগ প্রয়োজন নাই যে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠবে। পেশি শক্তির দ্বারা মানুষকে কষ্ট দেবে এমন ছাত্রলীগ আমরা চাই না।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শোভন আরও বলেন, বাংলাদেশ এখন মেধার শক্তিতে চলছে, মেধার শক্তি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যেকোন জিনিস যেখানেই দেখবে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে।
বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের মুখে যাতে হাসি ফোটে, দু’বেলা পেট ভরে খেতে পায় সেই স্বপ্ন দেখেছেন। আমরা বঙ্গবন্ধুর নিজের হাতের গড়া সেই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগকে বঙ্গমাতা নিজের আঁচলের গহনা বিক্রি করে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে সেটা সব সময় মনে রাখতে হবে। ছাত্রলীগের কারণে যেন দলের কোনও বদনাম না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, আমরা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি আপন মনে করেন। যে ছাত্রলীগের কাছে এলে শেখ হাসিনা বলেন আমার প্রাণ খুলে কথা বলতে ইচ্ছা করে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জেলা ছাত্রলীগের সভাপতি দিপংক কান্তি দে সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথের বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম-আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ প্রমুখ।
কর্মীর সভার আগে দুপুরে ছাত্রলীগের বর্তমান ৩০ সদস্যর কমিটির ১৪ নেতা সংবাদ সম্মেলন করে এ কর্মীসভা বর্জনের ঘোষণা দেন। তাদের অভিযোগ তারা কমিটির পদে থাকা সত্বেও তাদের এ কর্মী সভায় দাওয়াত দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএ