ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমিউনিস্ট পার্টির সা.সম্পাদক শাহ আলম করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
কমিউনিস্ট পার্টির সা.সম্পাদক শাহ আলম করোনায় আক্রান্ত কমিউনিস্ট পার্টির সা.সম্পাদক শাহ আলম করোনায় আক্রান্ত

চট্টগ্রাম: কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।  

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন শাহ আলম। ২০১৭ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

শাহ আলম বলেন, বেশ কয়েকদিন ধরে জ্বর, কাশিসহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিলে সোমবার নমুনা দিই। আজকে নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ এসেছে। এখন কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

নগরের আসকার দীঘির পাড় এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান শাহ আলম।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
জেইউ/টিসি/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।