ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একদিকে সরকারের লুটপাট, অন্যদিকে শ্রমিকদের আহাজারি: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
একদিকে সরকারের লুটপাট, অন্যদিকে শ্রমিকদের আহাজারি: রিজভী মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: ‘সরকারের নীল নকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে। একদিকে করোনা ভাইরাস মহামারির মধ্যে সরকারের লুটপাট চলছে, অন্যদিকে চলছে বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মহীন নিরন্ন মানুষ আহাজারি।

’ এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈদের আগে সব কারখানার কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকার ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের দেওয়া ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রিজভী বলেন, ‘সরকার কি শোষকদের পক্ষে? এ নিরন্ন অসহায়-দুস্থদের প্রতি কি সরকারের কোনো দায়িত্ব নেই? সরকার দলীয় লোকেরাই দুর্নীতি লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। তারা চায় ফ্লাইওভার করতে, বড় বড় রাস্তাঘাট করতে। এটি করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে কাঁচা টাকা আওয়ামী লীগ নেতাদের পকেটে চলে আসে। তাদের উন্নয়নের ছোঁয়া সম্রাট সাহেদদের পকেটে যায়। এ কারণে তাদের মেগা প্রজেক্টের দিকে এত নজর। কিন্তু শ্রমিক বাঁচানো কলকারখানা বাঁচানোর দিকে তাদের কোনো মনোযোগ নেই। ’

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী বলে মন্তব্য করেছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমিও অবিশ্বাস করি না, তারা করোনার চাইতেও শক্তিশালী। করোনা ভাইরাসের কারণে আজকে যে ভেন্টিলেটর দরকার, সেই দুর্নীতিতে তারা করোনার চেয়ে শক্তিশালী। আজ যে মাস্ক দরকার, সেই নকল মাস্ক তৈরিতে আওয়ামী লীগ করোনার চেয়েও শক্তিশালী। অক্সিজেন দুর্নীতিতেও করোনার চেয়ে শক্তিশালী আওয়ামী লীগ সরকার। ’

রিজভী বলেন, ‘নকল মাস্ক সরবরাহ, ভেন্টিলেটর ছাড়াই বিনা চিকিৎসা দেওয়ার নামটি হলো আওয়ামী লীগ সরকার। মহামারি দুর্যোগেও বিদ্যুতের অতিরিক্ত বিল, সবজিসহ সব পণ্যের দাম আকাশছোঁয়া। তাহলে বুঝুন শ্রমিকের কী অবস্থা? গ্রামের মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এ জন্যই আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী। ’

তিনি বলেন, ‘আজকে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করায় সেসব কারাখানার শ্রমিকদের বাঁচার কোনো অধিকার থাকলো না। তাদের এখন মানবেতর অবস্থা। মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বন্ধ। আজকে সরকারের একটি দফতরে একটি বটি কিনতে হচ্ছে ১০ হাজার টাকা, একটি চামচ এক হাজার টাকা, ল্যাপটপ কিনতে দাম দেখিয়েছেন দুই লাখ টাকা। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ। ’

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক হুমায়ূন কবির খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।