ঢাকা: অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের কর্ম চিন্তা, চেতনা, বিশ্বাস, জাতীয়তাবাদী চেতনার মুক্তিকামীদের আরো শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রোববার (২৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ স্মরণে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় এমাজউদ্দীন আহমদকে উঁচুমানের বুদ্ধিজীবী উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, গণতন্ত্রের প্রতি তার একটা দায়বদ্ধতা ছিল। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের একজন দৃঢ় প্রবক্তা, স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্দ্র প্রহরী। গণতন্ত্রের একজন সাহসী বলিষ্ঠ সংগ্রামী যোদ্ধা হিসেবে তিনি সবসময় প্রেরণা যুগিয়েছেন। উদার গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পথ দেখিয়েছেন। তাই তিনি আমাদের মাঝে আর ফিরে না আসলেও তার কাজ- গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে আমাদের সারা জীবন অনুপ্রেরণা যোগাবে।
প্রধান আলোচকের বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অধ্যাপক এমাজউদ্দীনের কর্মময় জীবন তুলে ধরে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ তার কাছে ঋণী। তার যে রাষ্ট্রচিন্তা ছিল, তাতে ছিল দেশ, সমাজ, জাতি, রাজনীতি, গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। তাই যে সময়ে যা প্রয়োজন ছিল, সেই সময়কে ধারণ করে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ জাতি, সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে যাওয়ার যথাযথ পরামর্শ দিয়েছেন। সেসঙ্গে এগুলোকে সমন্বয় করে তিনি তার বই রচনা করেছেন, পত্র-পত্রিকায় অসংখ্য প্রবন্ধ লিখেছেন। এমাজউদ্দীন আহমদ সময়কে ধারণ করতেন মন্তব্য করে মাহমুদুর রহমান
মান্না বলেন, যে সময়ে জাতির যা প্রয়োজন সেই সময়কে ধারণ করে এমাজউদ্দীন আহমদ নীতি-নির্ধারণী জ্ঞানগর্ভ বক্তব্য দিতেন, ভূমিকা রাখার চেষ্টা করতেন।
জাতীয় জনতা ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আহম মনিরুজ্জামান
দেওয়ান মানিক। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের পরিচালনায় বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার ও অ্যাডভোকেট মোহাম্মদ স্বপ্নীল সরকার।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমএইচ/জেআইএম