ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা:  মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার (১৭ আগস্ট) মারা গেছেন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৫০ বছর।

 নুরুল আলম নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম নুরুল আলম নোমান মৌলভীবাজার জেলা বিএনপির শক্তি বাড়াতে যে ভূমিকা পালন করেছেন তা ছিল প্রশংসনীয়। এছাড়া মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এ দোয়া করি। আমি মরহুম নুরুল আলম নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।