ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো কাজে সরকারের কোনো প্রকার জবাবদিহিতা নেই। সরকার ফ্যাসিবাদ-নাৎসিবাদের পথ ধরে আছে।
সোমবার (১৭ আগস্ট) অধ্যাপক ড. এমাজউদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, একজন তুলনাহীন মানুষ ছিলেন ড. এমাজউদ্দিন। সব মহলে তার খ্যাতি ছিল। বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ ছিলেন তিনি। কিন্তু সরকার এতটাই সংকীর্ণতায় ভুগছে যে, এই মহান ব্যক্তির মৃত্যুর পর একটা শোক পর্যন্ত দেয়নি।
তিনি অভিযোগ করে বলেন, সরকারপ্রধানের চরিত্র হলো কথা দিয়ে কথা না রাখা। অন্যদিকে যতবার যতটি প্রতিশ্রুতি খালেদা জিয়া দিয়েছেন, তার সবটি পূরণ করেছেন। এজন্য জিয়া পরিবারের বিষোদগার নিয়ে সরকার ব্যস্ত। সংকটে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন, দেশ স্বাধীনে অংশ নেন, অথচ আজ তাকেই ১৫ আগস্টের খুনি বলা হয়। অথচ সেদিনের সেনাপ্রধান, পুলিশ ও আনসার প্রধানকে দোষারোপ করা হয় না।
তিনি বলেন, ১৯৭২-৭৩ সালে ক্যাবিনেট সদস্য, তৎকালীন আমলা, সরকারের এমপি, মন্ত্রী, উপদেষ্টাদের ১৫ আগস্টের খুনি বলা হয় না। তারা ষড়যন্ত্র করলেও সেটা চোখে পড়ে না। সব দোষ জিয়াউর রহমানের। এর কারণ জিয়াউর রহমান বহুদলীয় সংসদের প্রবক্তা, গণমানুষের মুক্তির দিশারী। শহীদ জিয়ার পতাকা খালেদা জিয়া ধরেছেন বলেই তার ওপর নানা অপরাধের দায় চাপানো হয়েছে। তবে কাউকে কলঙ্ক দিলেই মানুষের মন থেকে সে মুছে যায় না।
নাগরিক অধিকার আন্দোলনের মহাসচিব এম জাহাঙ্গীর আলমের পরিচানায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ। বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা অধ্যাপক সুকুমল বড়ুয়া, বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
ইএআর/টিএ