ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রথমদিনে আ'লীগের ১৪ মনোনয়ন ফরম বিক্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
প্রথমদিনে আ'লীগের ১৪ মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা: জাতীয় সংসদের ৫ শূন্য আসন নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮র উপ-নির্বাচনে প্রথমদিনে ১৪ ফরম কিনেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা।

সোমবার (১৭ আগস্ট) থেকে ফরম বিক্রি শুরু হয়।

চলবে ২৩ আগস্ট পর্যন্ত।  

প্রথমদিনে নওগাঁ-৬ আসনের ফরম কিনেছেন নাহিদ ইসলাম, শেখ মো. রফিকুল ইসলাম। পাবনা-৪ আসনের ফরম কিনেছেন এ এস এম নজরুল ইসলাম, বশির আহম্মেদ, সৈয়দ আলী, মো. রবিউল আলম (বুদু), মিজানুর রহমান স্বপন। ঢাকা-৫ আসনের ফরম কিনেছেন হারুন উর রশিদ, এম এ কাশেম, হারুন উর রশিদ মুন্না, কাজী মনিরুল ইসলাম, মো. আতিকুর রহমান আতিক, ঢাকা-১৮ আসনের ফরম কিনেছেন মো. শাহজাহান আলী, মুজিবুর রহমান। তবে প্রথম দিনে সিরাজগঞ্জ-১ আসন থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাচ্ছে।  

এ আসনগুলোতে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ নাসিম, শামসুর রহমান শরিফ ডিলু, হাবিবুর রহমান, সাহারা খাতুন ও ইসরাফিল আলমের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।