ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিয়োগ নিয়ে রাবি ও মহানগর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ৬, ২০২১
নিয়োগ নিয়ে রাবি ও মহানগর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

রাবি: নিয়োগকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের চাকরি প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মকর্তা।

 

বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহত বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা হলেন-উপ-রেজিস্ট্রার মো. মামুন, সেকশন অফিসার মো. মাসুদ ও শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার কামরুজ্জামান চঞ্চল।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাবি উপাচার্য অধ্যাপক মো. আবদুস সোবহানের মেয়াদের শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সকাল থেকে গুঞ্জন শোনা যায়। এ খবর শোনার পর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগের দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন। ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলা চালান। এসময় রাবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে রাবি ছাত্রলীগ সংগঠিত হয়ে ধাওয়া করলে মহানগর ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যান।  

হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মাসুদ বাংলানিউজকে বলেন, বহিরাগতরা আমার সহকর্মী মামুনকে মারধর শুরু করলে আমি উদ্ধার করতে এগিয়ে যাই। এসময় তারা আমাকেও মারধর শুরু করেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।