ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে অবাঞ্ছিত মেয়র আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
রাজশাহীতে অবাঞ্ছিত মেয়র আব্বাস

রাজশাহী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মেয়র আব্বাস আলীর কুশপুতুল দাহ করেছে ছাত্রলীগ।  
তাকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করে মহানগর ছাত্রলীগ।  

বেলা ১২টার দিকে মহনগরীর আলুপট্টি মোড় থেলে প্রথমে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েটে গিয়ে শেষ হয়।

এ সময় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর কুশপুতুল দাহ করা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে গণধোলাই দেওয়ার আহ্বান জানানো হয়।  

আরও পড়ুন: 
এবার মেয়র পদও হারাচ্ছেন আব্বাস আলী
‘খুনি মোশতাকের প্রেতাত্মা মেয়র আব্বাস’
মেয়রের অডিও ফাঁস, আন্দোলনে উত্তাল রাজশাহী 
‘খুনি মোশতাকের প্রেতাত্মা মেয়র আব্বাস’
মেয়র আব্বাসকে আ.লীগ থেকে অব্যাহতির সুপারিশ

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।