ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রোববার (১৭ জুলাই) রাতে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা পৃথক মশাল মিছিল ও কুশপুতুল দাহ করেন।

 

রোববার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী তারেক রহমানকে নিয়ে  কটূক্তি করেন বলে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন।  

এর প্রতিবাদে সন্ধ্যায় যমুনা ফিউচার পার্ক থেকে নদ্দা বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুয়েল, সাধারণ সম্পাদক রাসেল বাবু, সিনিয়র সহ সভাপতি রাজীব হোসেন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর বাবুসহ অন্যান্যরা।  

এসময় মেহেদী হাসান রুয়েল বলেন, তারেক রহমান তাদের আবেগের জায়গা। এখানে কেউ আঘাত করলে ছাত্রদলের নেতাকর্মীরা চুপ করে থাকবে না। রাসেল বাবু বলেন, সারাদেশে ছাত্র-জনতা নিয়ে দুর্বার গণআন্দোলন করে এ সরকারের পতন ঘটানো হবে। সেটা বেশিদূর নয়। তাই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক হয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানান।  

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা বিজয়নগর থেকে শুরু করে পুরানা পল্টন পর্যন্ত মশাল মিছিল করেন। মিছিল ও সমাবেশ শেষে কুশপুতুল দাহ করেন নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, যুগ্ম আহবায়ক শামীম মাহমুদ, গোলাম রাব্বানী রবিন, রুবেল আহমেদ রানা, কামরুল ইসলাম তপু, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক হাসনাইন আহমেদ হানি, সূত্রাপুর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল ওয়াজেদ হিমেল, ওয়ারী থানা ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ হৃদয়, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের আহবায়ক তুহিন ইসলাম, আলিয়া মাদরাসা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম খান, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা ইব্রাহীম, কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক দীন ইসলাম, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন তোফাদার, সূত্রাপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির ভূইয়া, কদমতলী থানা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রাব্বি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা জসিম উদ্দিন, শাকিল আহমেদ সেতু সহ বিভিন্ন থানা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

এসময় সংগঠনের সদস্য সচিব নিলয় মাহমুদ বলেন, এই দিন দিন নয়, দিন আরও সামনে আছে। এভাবে দিন যাবে না। পরিবর্তন সন্নিকটে। তখন সব অপকর্মের কড়ায়-গণ্ডায় হিসেব নেওয়া হবে। জিয়া পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে রেহাই পাবে না।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।