ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ: শামা ওবায়েদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ: শামা ওবায়েদ 

ফরিদপুর: ‘আওয়ামী লীগ রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এ সরকার স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে।

দেশে আজ তেলের দাম ও বাস ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। ’ 

‘নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দুবেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। এ দেশের সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি, ভোটচোর নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ’

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আলিমুজ্জামান সেলু, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।