ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

রাজনীতি

দয়াগঞ্জে ছুরিকাঘাতে তিনজন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
দয়াগঞ্জে ছুরিকাঘাতে তিনজন আহত

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে ছুরিকাঘাতে কদমতলী থানা ছাত্রদলের ৩ নেতা আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ  (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম (২৫), যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন (২৬) ও আতিকুর রহমান মুন্না (২৩)।

ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করে আহতরা জানান, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে শ্যামপুর-কদমতলী ছাত্রদলের একটি যৌথ সভা ছিল। সভা শেষ করে সেখান থেকে নেতাকর্মীরা যার যার বাসায় ফিরছিলেন। একটি রিকশায় তারা তিন জন শ্যামপুরের বাসায় যাওয়ার পথে দয়াগঞ্জ মোড়ে পৌঁছালে প্রথমে ৬-৭ জন যুবক এসে তাদেরকে মারধর শুরু করে। তখন তারা দৌড়ে পালানোর সময় আরও ৭-৮ জন এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন।

খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্বৃত্তদের কাউকে তারা চিনতে পারেননি।  

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।