ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

হেলসিংকিতে ভাষা শহীদদের স্মরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
হেলসিংকিতে ভাষা শহীদদের স্মরণ ...

হেলসিংকি: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উদযাপিত হয়েছে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গকারী মহান বীরদের স্মরণে দল-মত নির্বিশেষে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতারা এদিন হেলসিংকি শহরের ভালকিয়া তালোতে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

 

এসময় উপস্থিত সুধীজন শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাস গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।  

দিবসের দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এ আয়োজনে প্রায় অর্ধশতাধিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি আত্তে কালেভা এমপি শিশুদের মাঝে পদক ও সার্টিফিকেট বিতরণ করেন।  

শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ৫২’র ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বক্তব্যে বিদেশি কমিউনিটির ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান কোয়ালিশন কোকমুস সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাংলাদেশিদের প্রশংসা করেন। তিনি বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজিকরণে সরকারের সদিচ্ছার কথা জানান। তিনি আরো বলেন, ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ সম্পন্ন করতে সিটি করপোরেশন সবসময় বাংলাদেশিদের সাথে আছে এবং থাকবে। এসময় তিনি বাংলাদেশি কমিউনিটিকে অর্থায়নের দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন।  

ভাষা শহীদ দিবসের আলোচনা সভায় আয়োজকদের পক্ষে বক্তব্যে ফিনল্যান্ডে ভাষা শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান ভূইয়া এন জামান ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান। উপিস্থিত সকলে শহীদ মিনার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।  

সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং হেলসিংকি সিটি কাউন্সিলর প্রার্থী তাসলিমা আকতার জামান। তিনি বাংলাদেশি কমিউনিটির স্বার্থে যেকোনও প্রয়োজনে অতীতের মত সবসময় সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।  

অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি ব্যান্ড অচেনা ছাড়াও ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল মিকা হাস্সি আয়োলাহতো, নেপালের সারধ সাক্ষ এবং আফ্রিকার দেশ ঘানার ওসমান নিজস্ব ভাষায় গান পরিবেশন করে।  

এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলো বাহারি ধরনের দেশিয় খাবার ও পোশাকের সম্ভারে সাজানো বিভিন্ন স্টল। আয়োজনের শেষে বক্তব্যে অনুরূপ কান্তি দাশ উপস্থিত সুধীজন ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।  

আয়ান সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় ছিলেন আরিফ এবং সহযোগিতায় আলী বাবু, আজিজুল হক, ইমন আহমেদ, তাপস খান, কাজিম উদ্দিন, রাকিবুল, নোমান আব্দুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।