প্যারিস থেকে: প্যারিসে শুরু হয়েছে ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের (এমা) দ্বিতীয় বার্ষিক সম্মেলন।
বৃহস্পতিবার (১৫ মে) প্যারিসের উপকণ্ঠ ‘পোখত দু ভার্সাই’য়ের একটি অভিজাত হোটেলে এ সম্মেলন শুরু হয়।
তিনদিনব্যাপী এ সম্মেলনে এবারের স্লোগান ‘Go Green: Connect, Innovate, sustain’.
জানা যায়, ইরাসমাস মুন্ডুস ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি প্রোগ্রাম। এ প্রোগ্রামের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘এমা’। সংগঠনটি দীর্ঘদিন ধরেই শিক্ষা, সংস্কৃতি, উদ্ভাবন ও পরিবেশ-সচেতনতা নিয়ে কাজ করে। এবারের সম্মেলনে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলের ১৫৮টি দেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
প্রথমদিনের আয়োজনে উদ্বোধনী বক্তব্য দেন এমা প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আশিকুর রহমান।
তিনি বলেন, শিক্ষা আর টেকসইয়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এমা শুধু একটি অ্যালামনাই সংগঠন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন।
দিনব্যাপী তিনটি সেশনে পরিবেশবান্ধব প্রযুক্তি, আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ আলোচনায় অংশ নিয়েছেন।
এসআই