ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, মে ২৬, ২০২৫
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের কমিটি গঠন

আমিরুল ইসলাম, লিসবন থেকে: পর্তুগালে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন দৃঢ় করার উদ্দেশে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের গঠন করা হয়েছে।

রোববার (২৫ মে) পর্তুগালের রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে লায়ন আব্দুল হাসনাতের সভাপতিত্বে এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্স এর সঞ্চালনায় বায়তুল মোকাররাম জামে মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম আহমদ শুভেচ্ছা বক্তব্য দেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন।  

সভায় প্রধান বক্তা ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, ট্রেজারার রফিকুল হায়দার, কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুস সোবাহান, বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মাওলানা আবূ সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি নেতা রনি হোসাইন, অ্যাডভোকেট নুরুল আবেদীন।  

সভায় সর্বসম্মতিক্রমে আগমী দুই বছরের জন্য সভাপতি হিসেবে লায়ন আবুল হাসানাত ও মাসুম আহমদকে সম্পাদক নির্বাচিত করে ২১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।  কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম (হবিগঞ্জ), সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ (সিলেট), সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম (হবিগঞ্জ), সহ-সভাপতি শিপলু আহমদ (হবিগঞ্জ), সহ-সভাপতি দবির আহমদ (সুনামগঞ্জ), সহ-সভাপতি কাশেম বিন শহীদ (মৌলভীবাজার), সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন (হবিগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক  ইসমাইল আহমদ নাহিদ (সিলেট), সাংগঠনিক সম্পাদক  দেলোয়ার হোসেন চৌধুরী (মৌলভীবাজার), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ (সিলেট), সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নাহাজ (হবিগঞ্জ), সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ (সুনামগঞ্জ), সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ রিপন (সিলেট), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন (সিলেট), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (মৌলভীবাজার), সহ-দপ্তর আশরাফ হোসাইন (সিলেট), কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সেলিম (মৌলভীবাজার), ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইমতি (হবিগঞ্জ)।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।