ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে স্পার্কিং ড্রীমের আয়োজনে পিঠা উৎসব

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
কাতারে স্পার্কিং ড্রীমের আয়োজনে পিঠা উৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: কাতারে আল কার্নিশ পার্কে স্পারকিং ড্রীমের আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পারকিং ড্রীমের সভাপতি পান্না খান, সাধারণ সম্পাদক ইব্রাহিম ইমন, রেজওয়ান বিশ্বাস নিলয়, মুরাদ হোসেন, শেখ রিয়াজ, রিদ্রাক আহমেদ, হাসান মুরাদ, মিজানুর রহমান, লিয়ন, আজিম, জিকু, রেজাউল, রনি, মুসা, মনির প্রমুখ।



অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাতারের গণমাধ্যম, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ।

দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে কাতারে আল কার্নিশ পার্ক প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় এই পিঠাউৎসব।

নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে ছিল চিতই পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, দুধকুলি, ধুপি পিঠা, হাত আনদোসা, রসপাকান, খড়েপাকান, ফুলপাকান, পদ্মপাকান, ঝুনঝুনিপাকান, ভাজা পিঠা, তকতি পিঠা, নকশা পিঠা, সিরিঞ্জ পিঠা, জজি পিঠা, আদিপাকান, আপেল পিঠা, নাড়ু পিঠা, খেজুর পিঠা, দুধরুটি, লাভ পিঠা, ডিম পিঠা, নারকেলের চিড়া, দুধচিতই, পাতা পিঠা, ফুল পিঠা, ত্রিভুজ পিঠা, গোপাল পিঠা, তারা পিঠা, পাটিসাপ্টা, পুলি পিঠা, দুধপুলি, জিলাপি পিঠা, ধুনেপাতা চিতই, গোলাপ পিঠা, সেমাই পিঠাসহ অর্ধশতাধিক পিঠার সমারোহ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।