ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বন্ধুদের হাতে প্রবাসী যুবক খুন, আটক ২

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, মার্চ ১৬, ২০১৫
কাতারে বন্ধুদের হাতে প্রবাসী যুবক খুন, আটক ২

কাতার: টাকা লেনদেনের জের ধরে কাতারে সোহেল হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিজেরই দুই বন্ধুর হাতে খুন হয়েছেন। খুনের এ ঘটনায় জড়িত ওই দুই যুবককে আটক করেছে কাতার পুলিশ।



মঙ্গলবার (১০ মার্চ) সকালে খুনের এ ঘটনাটি ঘটে।

নিহত সোহেল কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শশিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। তার মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাতার পুলিশ সূত্র জানায়, ওইদিন (১০ মার্চ) সকালে সোহেলকে তার দুই বন্ধু কাতারের দূরবর্তী এলাকা আল খোরে নিয়ে যান। সেখানে একটি বাসায় নিয়ে তাকে খুন করেন তারা।

তিন লাখ টাকার একটি লেনদেনের জের ধরে তাকে খুন করা হয় বলেও জানায় পুলিশ সূত্র।

আটককৃতরা হলেন, এমদাদ হোসেন ও লিটন। তাদের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।