জেনেভা: সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
গত মঙ্গলবার (১৭ই মার্চ) সন্ধ্যায় জেনেভা স্থায়ী বাংলাদেশ মিশন জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু জেলে বসে লিখেছিলেন ‘বিচারালয়ে দরিদ্র জনগোষ্ঠী ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত। বরং বিচার সর্বাধিক প্রভাবিত ধনীর পক্ষে। ’ সেই মহান নেতার সোনার বাংলাদেশে বর্তমান সময়ে বিচার ব্যবস্থায় ধনী-দরিদ্রের বৈষম্য প্রকট। ধনীর অর্থবিত্তের প্রভাবের কাছে দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার বঞ্চিত হচ্ছে।
স্থায়ী বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিনিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সুইজারল্যান্ড একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্য্যকরী সভাপতি রহমান খলিলুর, সাধারণ সম্পাদক মাসুম খান, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আলম প্রমুখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজি অভিতাভ চক্রবর্তী, ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার সহ সভাপতি মশিউর রহমান সুমন, বাংলাদেশ ক্লাব সভাপতি আমজাদ চৌধুরী, মাইনরটি কাউন্সিলের সভাপতি অরুণ বড়–য়া।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লিখিত বক্তব্য পাঠ করেন যথাক্রমে দূতাবাসের ইকোনমি মিনিস্টার সুপ্রিয় কুন্ড, মিনিস্টার নাহিদা সোবাহান এবং কাউন্সিলর প্রীতি রহমান।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মুনতাসির মোর্শেদ। অনুষ্ঠান শেষে জাতীয় শিশু দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫