কোপেনহেগেন: মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত হয়েছে নারীর অবদান। মুক্তিযুদ্ধে নারীদের অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
গত শনিবার (২৮ মার্চ) ডেনমার্কের কোপেনহেগেনে ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর অবদানের যথাযথ মূল্যায়ন করার জন্য সরকারকে অনুরোধ করি।
বঙ্গবন্ধুর অবিনাশী দেশপ্রেম থেকে বাঙালি জাতি সব সময় তার সংগ্রামের পাথেয় সংগ্রহ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট প্রশান্তভূষণ বড়ুয়া, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি সুভাষ ঘোষ, সহ-সভাপতি নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ঢামেকসুর সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫