ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

তিন সিটি মেয়রকে ডেনমার্ক আ’লীগের অভিনন্দন

সফিউল আলম সাফি, কোপেনহেগেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
তিন সিটি মেয়রকে ডেনমার্ক আ’লীগের অভিনন্দন আনিসুল হক, সাইদ খোকন ও আ জ ম নাছির উদ্দিন

ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ ও যুব লীগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।



এতে নেতারা বলেন, ঢাকা ও চট্টগ্রাম নগরের সচেতন নাগরিকরা জঙ্গিবাদী, সন্ত্রাস, নাশকতা ও পেট্রোল বোমার বির‍ুদ্ধে ব্যালটের মাধ্যমে রায় দিয়েছে।

‘এ জয় জনগণের, গণতন্ত্রের এবং মুক্তিযুদ্ধের চেতনার। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করায় ঢাকা দক্ষিণ, ‍উত্তর ও চট্টগ্রাম নগরবাসীকে ধন্যবাদ জানাই,’ যোগ করেন তারা।

বিবৃতিতে ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান আলিম, তাইফুর রাহমান ভূঁইয়া, শাহব উদ্দিন ভূঁইয়া, ইনসান ভূঁইয়া, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, জাহিদ চৌধুরী বাবু, নুরুল ইসলাম টিটু, ইকবাল হোসেন মিঠু,আ ন ম আব্দুল খালেক আরিফ, মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন, সাব্বির আহম্মেদ, সামি দাস, সফিউল আলম সাফি, জামাল আহম্মেদ, কাউসার আহম্মেদ সুমন, শাহজাদা পিন্টু, হুমায়ুন কবির রানা, সেতু আহমেদ, সামসুল আলম, রিয়াজুল ইসলাম রাজু, সুশান্ত কুমার দেব,অপরূপ বড়ুয়া, অধ্যাপক সাজ্জাদ হোসেন, সুকুমার ঘোষ, দেবাশীষ দত্ত দেবু, শাহ আলম, আকরাম জামান, আলম চৌধুরী, ইউসুফ, নাজম‍ুল হাসান, খাদিজা খাতুন মিনি, নাসরিন আক্তার মুকুল, শামীমা আক্তার রুমি, ফাতেমা বেগম, ডা.  সানন্দা এবং সুলতানা আক্তার স্বাক্ষর করেছেন।  

এছাড়া স্বাক্ষর করেছেন-ডেনমার্ক আওয়ামী যুব লীগের সভাপতি এম আর মজুমদার খোকন, সাধারণ সম্পাদক আমির পারভেজ জীবন, জামিল আক্তার কামরুল, বাবু অরুন দাস, ফজলে রাব্বী, মঞ্জুর আহম্মেদ লিমন, ইবনে বাশার, ডা. অমিত কুমার রায়, বেলাল হোসেন রুমি, ফারুক শরীফ, বাবু অরুন দেবনাথ, রেজাউল করিম রাজু, সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।