ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

চেতনা ইউকে’র সভা

অভিজিৎ-ওয়াশিকুর-অনন্ত হত্যার প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, মে ২৫, ২০১৫
অভিজিৎ-ওয়াশিকুর-অনন্ত হত্যার প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তমনা ব্লগার অভিজিৎ, ওয়াশিকুর ও অনন্ত হত্যার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে এক সংহতি সভা করেছে চেতনা ইউকে।

ম্যানচেস্টারের বাংলাদেশ হাউসে গত বুধবার (২০ মে) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদর রহমান।



সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক যোশীর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মুক্তকণ্ঠ ক্রমেই স্তব্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। যারাই কথা বলছে, ব্লগার হিসেবে তারাই চিহ্নিত হচ্ছে। মুক্তমনের লেখক কিংবা ব্লগার হিসেবে পরিচিতরা একে একে শিকার হচ্ছেন ওই জঙ্গি অপশক্তির। সরকার মৌলবাদবিরোধী স্লোগান দিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা চালালেও কার্যত অভিজিৎ-ওয়াশিকুর ও সবশেষে অনন্ত বিজয় হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো উল্লেখযোগ্য ভূমিকাই পালন করছে না।

তারা বলেন, জঙ্গি ও মৌলবাদীদের রুখতে হবে। ব্লগার হত্যাকারীদের চিহ্নিত করে বিচার সুনিশ্চিত করতে দেশে-বিদেশে সকব প্রগতিশীল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসতে হবে। চাপ সৃষ্টি করতে হবে সরকারের উপর।

সভায় বক্তব্য রাখেন সুরাবুর রহমান, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেল, গউছুল ইমাম চৌধুরী সুজন, ডি এন কুরাইশি, মুরতাহিন বিল্লাহ জুয়েল, গোলম রসুল, বোরহান আহমেদ, আমিনুল হক ওয়েছ, ফয়জুল হক জুয়েল, মনোহর আলী কামাল প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।