প্যারিস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে দেওয়া ফরিদপুর জেলা প্রশাসনের নোটিশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ফ্রান্স শাখা।
রানা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টায় প্যারিসের ক্যাথসিমায় সোনার বাংলা রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে ফরিদপুরে হিন্দু বাড়ি দখলের অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারকের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সত্য ঘটনা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।
সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি শ্রীদ্বীপ বড়ুয়া নিপুর সভাপতিত্বে ও নন্দন কুমার ধরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রজত রায়, সাংস্কৃতিক সংগঠক সুব্রত ভট্টাচার্য শুভ, ব্যবসায়ী তাপস বড়ুয়া রিপন, সাংবাদিক দেবেশ বড়ুয়া, প্রদীপ দাশ, সুশীল বনিক, মাধব কান্তি দে, ছোটন বড়ুয়া, সুনন্দন বড়ুয়া, বাসুদেব ধর, বিমল নাথ, মনতোষ বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসএস