কাতার: বিএনপি কাতার শাখার উদ্যোগে কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী দোহা-নাজমা হৈ চৈ হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবু ছায়েদের সভাপতিত্বে ও গোলাম সারওয়ার মিশুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, অনুষ্ঠানের আহ্বায়ক ইউসুফ সিকদার, আব্দুল খালেক, আমিনুল হক কাজল, লোকমান আহমেদ, শামীম চৌধুরী, কামাল উদ্দিন মেম্বার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান ‘অবৈধ’ সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস, মানবাধিকার লঙ্ঘন, দলীয়করণ, আধুনিক ‘বাকশাল’ কায়েম, শোষণ-নির্যাতন ও নিজেদের অধীনে নির্বাচন করে ‘অবৈধভাবে’ ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করছে।
বক্তারা আরো বলেন, দেশে প্রতিনিয়ত খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানে লুটপাট করে, শিক্ষকদের মারধর করে শিক্ষার পরিবেশ নষ্ট করা, সরকার পরিবর্তনের সাংবিধানিক পথ রুদ্ধ করে, ভোটাধিকার হরণ করে, আইন-শৃঙ্খলা বাহিনীকে অবৈধ ব্যবহার করে সরকার জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকায় আজ দেশে ‘ভয়াবহ গণতান্ত্রিক সংকট’ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
জেডএস