ঢাকা: যথাযোগ্য মর্যাদায় শ্রীলংকায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় বসবসকারী অধিকাংশ বাংলাদেশি অন্যান্য মুসল্লিদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেন।
কলম্বোর মনোরম সমুদ্র সৈকত সংলগ্ন ‘গল ফেস’ এলাকার উন্মুক্ত প্রাঙ্গণে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দিনটি শ্রীলংকায় সরকারি ছুটিরদিন।
শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান ঈদ উপলক্ষে তার বাসভবনে (বাংলাদেশ ভবনে) এক ‘ওপেন হাউস’ নৈশ ভোজের আয়োজন করেন।
এ অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, শ্রীলংকায় প্রশিক্ষণাধীন বাংলাদেশের সামরিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা এবং বাংলাদেশ হাই কমিশনের শ্রীলংকান স্থানীয় কর্মচারীসহ সব কর্মকর্তা-কর্মচারী ও সপরিবারে অংশ নেন।
উপস্থিত অতিথিরা হাই কমিশনার ও তার সহধর্মিণীর সঙ্গে শুভেছা ও কুশল বিনিময় করেন।
এ দিকে একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে দিনটি অতিবাহিত করেন তারা।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমএ/