ঢাকা: আগামী ২১ ও ২২ নভেম্বর কানাডার সবচেয়ে জনবহুল শহর টরন্টোয় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল। জাঁকজমকভাবে এ ফেস্টিভ্যালের প্রচারণা শুরু হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর টরন্টোর পার্কওয়ে শেরাটন হোটেলের ফোবানার মঞ্চে ফেস্টিভ্যালের প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ব্যানার অবমুক্ত করে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন কানাডার সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা সাপ্তাহিক বাংলামেইলের প্রকাশক ও বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৫ আয়োজক কমিটির চেয়ারম্যান রেজাউল কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলামেইল সম্পাদক ও ফেস্টিভ্যাল কনভেনর শহিদুল ইসলাম মিন্টু। উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো, ভোরের আলোর নির্বাহী সম্পাদক জসিম মল্লিক, বাংলামেইলের বিজ্ঞাপনদাতাদের পক্ষে রিয়েল এস্টেট এজেন্ট রবিন ইসলাম, রাসেল সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২১ ও ২২ নভেম্বর ভিক্টোরিয়া পার্ক- লরেন্সের ১৯০ রেলসাইড রোডের টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে চলবে বাংলাদেশ ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে একদিনের প্রবেশমূল্য মাত্র পাঁচ ডলার। দু’দিনের প্রবেশমূল্য ১০ ডলার।
ফেস্টিভ্যালে যোগ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, মৌটুসী, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা নিঝুম ও রবীন্দ্র সংগীতশিল্পী নিলুফার বানু লিলি। নৃত্য পরিবেশনায় থাকবেন শিল্পী মৈত্রী সরকার, নিয়াজ মালেক নাদভী ও শাম্মী। উপস্থাপনা করবেন আনন্দমেলা খ্যাত আনজাম মাসুদ।
ফেস্টিভ্যালে বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে বাংলামেইলের সম্পাদকীয় উপদেষ্টা ইকবাল হাসান ও সৈয়দ ইকবালকে সংবর্ধনা দেওয়া হবে।
দুই দিনের এই জমকালো আয়োজনে আরও থাকবে রেমিট্যান্স অ্যাপ্রিয়েশন, ট্রেড শো ও অন্যান্য অ্যাওয়ার্ড প্রদান।
পুরো ফেস্টিভ্যাল সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। ফেস্টিভ্যালের পার্টনার হিসেবে থাকছে মিডিয়া রিফ্লেকশন এবং সহযোগিতায় অ্যাড পয়েন্ট ও প্রিয়ন্তি মিডিয়া।
স্পন্সর ও স্টল বুকিংয়ের জন্য আগ্রহীদের ৪১৬-২৬২-৯৬৪২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচএ/