ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্যারিসে কানাইঘাটবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এনায়েত হোসেন সোহেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
প্যারিসে কানাইঘাটবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্রান্স থেকে: উৎসবমুখর পরিবেশে ফ্রান্সে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


 
বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসীদের উপস্থিতিতে প্যারিস প্রবাসী কমিউনিটি নেতা খান জালালের সভাপতিত্বে ও সালেহ আহমদের পরিচালনায় এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরুল হক, মিনহাজুল ইসলাম, সমছু মিয়া, সাংবাদিক আবু তাহির, ইকবাল হোসেন।    
 
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালেহ আহমদ, শরিফ আহমদ, আজমল চৌধুরী, কুতুব উদ্দিন, সোহেল আহমদ, ইকবাল হোসেন, আফজল কবির চৌধুরী, মাসুম আহমদ, আবুল কালাম, আব্দুল ওয়াদুদ, জাকির হোসেনসহ কানাইঘাট প্রবাসী নেতারা।

অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন শাহীন আহমদসহ অনেকে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর এলাকার প্রবাসীদের এ মিলন মেলায় আড্ডা ও ভোজনের সঙ্গে সঙ্গে নিজ এলাকার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা করা হয়। সেই সঙ্গে উঠে আসে ফ্রান্সের বাংলাদেশের কমিউনিটিতে কানাইঘাট প্রবাসীদের ভূমিকা।

এ সময় তারা আন্তরিকতার মাধ্যমে কানাইঘাট উপজেলার উন্নয়নে দেশের বাইরে অবস্থানরত সব কানাইঘাট প্রবাসীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।