ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মন্ট্রিয়লে শিল্পী রুমার ‘রাত জোনাকি’র প্রকাশনা উৎসব

সদেরা সুজন, কানাডা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মন্ট্রিয়লে শিল্পী রুমার ‘রাত জোনাকি’র প্রকাশনা উৎসব ছবি: সংগৃহীত

দেবপ্রিয়া কর রুমা। সঙ্গীত জগতে এক অসাধারণ শিল্পীর নাম।

মন্ট্রিয়ল প্রবাসী হলেও তার ব্যাপ্তি রয়েছে দেশ থেকে দেশান্তরে। তার অসাধারণ কন্ঠে গান-সুর প্রাণ ছোঁয়ে যায়।

জনপ্রিয় শিল্পী দেবপ্রিয়া কর রুমার সিডি অ্যালবাম রাত জোনাকি। এর কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা।

মন্ট্রিয়লের  লা ভোঁয়া স্কুল অডিটোরিয়ামে সম্প্রতি হয়ে গেল এ অ্যালবামের প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন ছড়াকার লুৎফর রহমান রিটন ও মন্ট্রিয়লের বাঙালি কমিউনিটির সমাজ সেবক রীতীশ চক্রবর্তী।

প্রবাসী সঙ্গীত শিল্পী শর্মিলা ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে রুমা ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শফিউল ইসলাম, নীলেশ ভট্টাচার্য, তৃপ্তি দাস, মনিকা মনি, সোমা চৌধুরী, ভেলিন্টিনা ভৌমিক ও অনুজা দত্ত।

কবিতা আবৃত্তি করেন শামসাদ রানা, আফাজ উদ্দীন তোতন, মুফতি ফারুখ এবং সঞ্জিব দাস উত্তম।

আলোচনায় অংশ নেন নির্মলেন্দু কর মানিক, মায়া কর, মুনাল পিংকু,  দীপক ধর অপু, মোস্তাফিজুর রহমান লাভলু, সাংবাদিক গোপেন দেব ও দেবপ্রিয়া কর রুমা।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।