কাতার: কাতারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (০২ অক্টোবর) রাতে কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্যাট্রিক পালমার। পরিচালনা করেন শেখ আহাদুল ইসলাম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অদিতি সরকার, রিমি অনুপ কুমার, ফয়েজুর, মতিউর রহমানসহ আরো অনেকে। এ সময় দেশাত্মবোধক গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধান, স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সিনিয়র সহ সভাপতি লেয়াকত আলী, স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, জাতীয় শ্রমিক লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান, জাতীয় শ্রমিক লীগ কাতার শাখার সাংগঠনিক সম্পাদক কামাল সিকদার, বঙ্গবন্ধু সৈনিক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, আওয়ামী লীগ নেতা ফোরকান, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন, ফরিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্যাট্রিক পালমার বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে। আর স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল। বাংলাদেশ যেন বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য আজো স্বাধীনতাবিরোধীদের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়:০৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেডএস