প্যারিস (ফ্রান্স): ফ্রান্সের প্যারিসে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) সদর দফতরে বাংলাদেশ নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার দুপুরে ইউনেস্কোর মিরো হলে বাংলাদেশের বর্তমান জলবায়ু ও সংস্কৃতি নিয়ে এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতনামা ৩০ চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পায়।
প্যারিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফারহানা হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।
এ সময় বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহাবুদ্দীন, চিত্রশিল্পী রফিকুন্নবী, মোহাম্মদ মনিরুজ্জামান, বিশিষ্ট মুখাভিনেতা পার্থ প্রথিম মজুমদার, চিত্রশিল্পী শাহাদাৎ হোসেইন প্রমুখ।
প্রদর্শনী শেষে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্সের কর্মীরা দেশীয় সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমএ/