ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

প্যারিসে এক বাংলাদেশি খুন

এনায়েত হোসেন সোহেল, প্যারিস,ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
প্যারিসে এক বাংলাদেশি খুন রাকিব সুজন

ফ্রান্সের প্যারিসে সাইন্ট ডেনিসে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় ৩ অক্টোবর শনিবার রাতে রাকিব সুজন নামে এক তরুণ বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে নির্মমভাবে খুন হন।



সূত্র জানায়, নিহত  রাকিব সুজনের বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়।

শুক্রবার (০৯ অক্টোবর) স্থানীয় অভারভিলা বাংলাদেশি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
 
সূত্রে জানা যায়, ৩ অক্টোবর সুজন প্যারিসের সাইন্ট ডেনিস এলাকায় তার বন্ধু চঞ্চল শেখের বাসায় দাওয়াত খেতে যান। সেখানে তার অন্যান্য বন্ধুদের সঙ্গে আরেক বন্ধু আমির খান ওরফে বাদশাও যান।

সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমির খান পেছন থেকে সুজনের ঘাড়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে আমির খানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে।

ঘাতক আমির খানের বাড়ি মাদারীপুরের শিবচরে।

সপ্তাহখানেকের মধ্যে নিহতের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জনা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।