ডেনমার্ক: বাংলার ঋতুচক্রে যখন শরতের আগমন ঘটে, তখন কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। দুর্গতিনাশিনীর এ আগমনকে ঘিরে জগতজুড়ে শুরু হয় উৎসবের আমেজ।
সারাবিশ্বের মতো এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনেও উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এতে সুইডেনের মাল্মো শহরের বাঙালি প্রবাসীরা যোগ দেন। তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে কোপেনহেগেনের হিন্দু সম্প্রদায়ের সংগঠন ‘বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন’।
দুর্গোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, অঞ্জলি, আরতি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ প্রভৃতি।
উৎসব চলাকালে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, আবু সাইদ রবিন, হিল্লোল বড়ুয়া প্রমুখ।
সুশান্ত দে, ননী গোপাল দাশ, সুভাষ ঘোষ, টিকলু দাশ, হরেন্দ্র নাথ ঘোষ, সামি দাস ও দীপঙ্কর পালের সার্বিক তত্ত্বাবধানে ২০১২ সাল থেকে কোপেনহেগেনে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএইচএস/এইচএ