ইতালি: উৎসব মুখর পরিবেশে ইতালি বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইতালি বিএনপির শাহ মো. তাইফুর রহমান ছোটন সভাপতি ও খন্দকার নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার(২৫ অক্টোবর) ইতালির রোমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দীর্ঘ ১৬ বছর পর ইতালি বিএনপি’র আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে নব নির্বাচিত সভাপতি ইতালির রোম ও বাইরের বিভিন্ন প্রভিন্স থেকে আগত কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লকিত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন ইউ কে বিএনপি’র সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন অশ্রু’র পরিচালনায় সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের মধ্যে সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন জিন্টু, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলো সহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রোম মহানগর বিএনপি’র সভাপতি শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু সম্মেলনের শুরুতে তার বক্তব্যে সবাইকে স্বাগত জানান। পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নূর উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে আগামী ২ বছরের জন্য ইতালি বিএনপি’র সভাপতি পদে শাহ মো. তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক পদে খন্দকার নাসির উদ্দিন নির্বাচিত হন।
কাউন্সিলে সর্বমোট ২০১টি ভোটের মধ্যে ১৪০টি ভোট পড়ে। তার মধ্যে সভাপতি পদে শাহ মো. তাইফুর রহমান ছোটন ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রাজ্জাক ৩৭ ভোট এবং আবুল কালাম ৩৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৮ ভোট পেয়ে খন্দকার নাসির উদ্দিন নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢালী নাসির উদ্দিন ৫২ ভোট ও আব্দুল মান্নান হিরা পেয়েছেন ৩০ ভোট ।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পিসি