ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদ

আবু হানিফ রানা, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কাতারে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: ২৭ অক্টোবর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির কাছে পরিচয়পত্র পেশ করেছেন কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসুদ আহমদ। এদিন সকালে দোহায় দিওয়ানে আমিরিতে তাঁর সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত।

কাতারের আমির বাংলাদেশি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে দু দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জাভেদ ইকবাল এবং দ্বিতীয় সচিব নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

প্রটোকল অনুযায়ী পরিচয়পত্র পেশ করার আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয় রাজকীয় বাহিনী।

এর আগে ২৬ অক্টোবর সোমবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আররোমায়হির সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন বাংলাদেশি রাষ্ট্রদূত। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি রাষ্ট্রদূতের সাফল্য কামনা করে দু দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

২২ অক্টোবর দুপুরে কাতারে এসে পৌঁছান আসুদ আহমদ। দূতাবাসের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সাবেক রাষ্ট্রদূত মাসুদ মাহমুদ খোন্দকারকে ঢাকায় প্রত্যাহারের পর কাতারে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান এই পেশাদার কূটনীতিক।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।