ঢাকা: সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।
শুক্রবার (২০ নভেম্বর) ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এর আগে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্লাস দুলা রিপাবলিকে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে আসা শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক এম এ গণি, প্রশান্ত বড়ুয়া, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী এম নজরুল ইসলাম, ইতালি প্রবাসী রাজনীতিক হাসান ইকবাল, জাহাঙ্গীর ফরাজী, আবদুর রব মিন্টু, বেলজিয়াম প্রবাসী রাজনীতিক বজলুর রশিদ বুলু, আবদুস সালাম, ডেনমার্ক প্রবাসী রাজনীতিক ডা. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন প্রবাসী শাকিল খান পান্না, পর্তুগাল প্রবাসী খন্দকার রফিকুল ইসলাম, ফ্রান্স প্রবাসী রাজনীতিক আবদুল্লাহ আল বাকী, বেনজীর আহমেদ সেলিম, নাজিমউদ্দিন আহমেদ, মো. আবুল কাসেম, ওয়াহিদ বার তাহের, এম এ কাশেম, ফয়সাল ইকবাল, মহসিনউদ্দিন খান লিটন, জকির হোসেন ভূঁইয়া, জিয়াউল হক নাসির চৌধুরী, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন কয়েস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএস/আরএইচএস/এমএ