ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর কোপেনহেগেনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

বাংলাদেশ দূতাবাস হাউসে যথাযোগ্য মর্যাদায় দিনটি (বুধবার-১৬ ডিসেম্বর) উদযাপন করা হয়।



এ সময় রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাষ্ট্রদূত এম. মুহিত। প্রধানমন্ত্রীর,পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব শাকিল শাহরিয়ার।

এ সময় ডেনমার্কের প্রবাসী বাঙালিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধরণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, তাইফুর রহমান ভুইয়া, শাহবুদ্দিন ভুইয়া, রুহুল আমিন কাজল, ইকবাল হোসেন মিঠু, আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, সাব্বির আহমেদ, সামি দাস, মঞ্জুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, আমির হোসেন, রেজাউল করিম, ফাহমিদ আল মাহিদ, রেজাউল হক, রাশেদুল হাসান রুবেল, রবিন সায়ীদ, মাসুদ রানা, কবির হোসেন, শেখ কামালসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।