ব্রুনাই: শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রুনাই এর রাজধানী থেকে এক‘শ কিলোমিটার দূরের তেলসমৃদ্ধ শহর সেরিয়া’র একটি রেস্তোরাঁয় বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ আব্দুল হাই।
পাসপোর্ট এর মেয়াদ ১০ বছর করার প্রবাসীদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, এটি বর্তমান সরকার বিবেচনা করছে ।
এর আগে ব্রুনাইয়ের কুয়ালা বেলায়েত ও সেরিয়াতে কর্মরত প্রবাসীদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুসাইন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন দূতাবাস এর কাউন্সিলর ওয়ালিউর রাহমান। অন্যান্যদের মধ্যে দূতাবাস কর্মকর্তা মাহফুযা আখতার, আমিনুল ইসলাম, জাকির হুসাইন ছাড়াও ব্রুনাইয়ে কর্মরত চিকিৎসক ডা. এ বি এম কামরুল হাসান, ডা.ফয়সাল ইমাম সিদ্দিকি এবং ডা. রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মুনাজাত করা হয়।
ব্রুনাইয়ে কর্মরত প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে আনুমানিক তিন হাজার কুয়ালা বেলায়েত ও সেরিয়াতে বসবাস করেন।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরআই