ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবি অস্ট্রেলিয়ায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আলোচনা সভা

ঢাকা: একাত্তরের ২৫ মার্চ ভয়াল গণহত্যার স্মরণে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়।

সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি এমদাদুল হক ও শাহে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলোক ও মশিউর রহমান হৃদয়, প্রচার সম্পাদক জুয়েল তালুকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা তাজমীরা আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমজাদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রধানীয়া, সদস্য মোক্তার হোসেন, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম প্রমুখ।

 

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদসহ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট বাতি নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।  

সভায় ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।  

বক্তারা স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনালের জরিপের ভিত্তিতে বিশ্বে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।