বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে মানব পাচারের অভিযোগে ইতালির দুই নাগরিকসহ ৮ জনকে গ্রেফতার করেছে ইতালির ক্যারাবিয়ান পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগ পিয়েমন্তের প্রধান শহর তোরিনোতে একটি অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে অর্থের বিনিময়ে অবৈধপথে ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে। এছাড়া দেশটিতে অবৈধভাবে আশ্রয় দেওয়ার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে পাচার করে আসছিল।
বর্তমানে যারা ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইতালীয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
নিউজ ডেস্ক