ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: টরন্টোপ্রবাসীদের ক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: টরন্টোপ্রবাসীদের ক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় টরন্টো প্রবাসী বিশিষ্ট নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।  

তারা এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনাবিরোধী জঙ্গি মৌলবাদীদের দ্বারা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কানাডা প্রবাসী বিশিষ্ট নাগরিকরা ক্ষুব্ধ।

 

ভাস্কর্যবিরোধী উস্কানিদাতা ও ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ওই বিবৃতিতে সই করেন কবি আসাদ চৌধুরী, মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ, কবি ইকবাল হাসান, শিল্পী ও লেখক সৈয়দ ইকবাল, লেখক সালমা বাণী, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল, সাংবাদিক সুমন রহমান, লেখক খসরু চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, কবি ও অধ্যাপক ড. বাদল ঘোষ, কৃষিবিদ ড. সুশীতল সিংহ চৌধুরী, কবি দেলওয়ার এলাহী ও সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।