ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘অনুবাদ সাহিত্য পুরস্কার’ পেলেন তিন অনুবাদক

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
‘অনুবাদ সাহিত্য পুরস্কার’ পেলেন তিন অনুবাদক

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রবর্তিত ‘অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২২’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে এ পুরস্কার ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

তিনি জানান, এবার ‘অনুবাদ সাহিত্য পুরস্কার: আজীবন সম্মাননা-২০২২’ বিভাগে মনোনীত হয়েছেন অনুবাদক লেখক সালেহা চৌধুরী। ‘অনুবাদ সাহিত্য পুরস্কার: বর্ষসেরা অনূদিত বই-২০২২’ বিভাগে যৌথভাবে মনোনীত হয়েছেন অনুবাদক ভি রামস্বামী ও শাহরোজা নাহরিন। শহীদুল জহিরের ২টি ছোট উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ এবং ‘আবু ইব্রাহীমের মৃত্যু’র ইংরেজি অনুবাদ ‘লাইফ অ্যান্ড পলিটিক্যাল রিয়ালিটি: টু নভেলাস’র জন্য রামস্বামী ও শাহরোজা এ পুরস্কার পাচ্ছেন।

অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস আরও জানান, আগামী ৩০ জানুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে বিকেল সাড়ে ৪টায় এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে মেক্সিকো থেকে ঢাকায় আসছেন অনুবাদক ও আমেতলি ট্রান্সলেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রা রামিরেজ অলভেরা।

বাংলাদেশের অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ২০২১ সালে যাত্রা শুরু করে। ফাউন্ডেশনটি অনুবাদ পুরস্কার প্রবর্তন ও প্রদান এবং ‘যুক্তস্বর’ নামে একটি অনুবাদ সাহিত্যপত্রিকা নিয়মিত প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।