ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

যেমন ছিলাম যেমন আছি | অমিয় দত্ত ভৌমিক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জানুয়ারি ২১, ২০১৫
যেমন ছিলাম যেমন আছি | অমিয় দত্ত ভৌমিক

যেমন ছিলাম আছি তেমন
বদলাইনি একটুও!!
চুলগুলো শুধু গেছে ঝরে
পেকে যাচ্ছে দাড়িও!!

সানগ্লাস ছেড়ে চশমা
‘ফ্রি’র জায়গায় টেনশন!!
আগে ছিল বউ শুধু
ছেলে স্কুলে যায় এখন!!

একটা সময় ছিল শুধু
বান্ধবি আর ডেটিং!
এখন শুধু অফিস যাওয়া
কাজ নিয়ে হয় মিটিং!!

আদালতেও যাওয়া পড়ে
মাঝে মধ্যে কাজে!!
জড়িয়ে গেছি বিশাল জালে
লাগে বড়ো বাজে!!

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।