ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

শিল্প-সাহিত্য

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, ডিসেম্বর ২৭, ২০১৫
কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মবার্ষিকী তার জন্মস্থান কুড়িগ্রামে উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে তার জন্মদিন উদযাপন করা হয়।



সৈয়দ শামসুল হকের লেখনি ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, পাবলিক প্রসিউকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও সামিউল হক নান্টু প্রমুখ।

বক্তারা কবির সৃষ্টি ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।