ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন স্বকৃত নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন স্বকৃত নোমান

ফেনী: এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬ পাচ্ছেন ফেনীর কৃতীসন্তান ও কথা সাহিত্যিক স্বকৃত নোমান।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম এ পুরস্কারের ঘোষণা করেন।

নবীন সাহিত্য শ্রেণিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বকৃত নোমানকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে স্বকৃত নোমানকে দেওয়া হবে এক লাখ টাকা। এছাড়াও ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।