ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বরিশালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উদযাপন শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

বরিশাল: বরিশালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩ তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চারুকলা বরিশাল। এরপর শিল্পাচার্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

অশ্বিনী কুমার হলে কর্মসূচির উদ্বোধনী করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

তিনি বলেন, জয়নুল আবেদিন আমাদের দেশের চিত্রকলার পথিকৃত। তার আঁকা দুর্ভিক্ষের ছবি আজো অমর হয়ে আছে। তিনি অসংখ্য উত্তরাধিকার তৈরি করেছেন। যাদের হাত ধরেই আমাদের চিত্রকলা সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে।  

অনুষ্ঠানে আসা শিশু ও কিশোর প্রতি জয়নুল আবেদিনের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন গড়ার আহ্বান করেন তিনি।

চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, জয়নুল সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এ কর্মসূচির শেষ হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।