ইন্দিরা গান্ধী কালচালার সেন্টারের (আইজিসিসি) আয়োজনে অনুষ্ঠিত এ সঙ্গীত সন্ধ্যা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের সমন্বয় এ শিল্পীকে গানের জগতে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
কামালিনী কলকাতার টেলিভিশন ও মঞ্চে নিয়মিত কাজ করছেন। এইচএমভি সারেগামা থেকে তার কয়েকটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গানের জন্য তরুণ প্রজন্মের কাছে তার আবেদন সব সময়ই অনন্য।
রবীন্দ্র সঙ্গীতে তরুণ প্রতিভাধর হিসেবে এ শিল্পী পেয়েছেন বেশ কিছু পুরস্কার। সংগীত ছাড়াও কমলিনী গোল্ড মেডেল নিয়ে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কামালিনী ভারত ও বিদেশে অনেক মর্যাদাপূর্ণ সঙ্গীতায়োজনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এইচএমএস/এএ