ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ৮, ২০১৮
শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদ্বোধন শিলাইদহ কুঠিবাড়ীর খোলা মঞ্চে তিনদিনব্যাপী এ রবীন্দ্রজয়ন্তী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  

কুষ্টিয়া: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলা। 

মঙ্গলবার (০৮ মে) বিকেল ৫টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শিলাইদহ কুঠিবাড়ীর খোলা মঞ্চে তিনদিনব্যাপী এ রবীন্দ্রজয়ন্তী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা প্রশাসক মো. জহির রায়হান ও রবীন্দ্র গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।