ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

পদাতিক নাট্য সংসদের ভারত যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮

বেনাপোল (যশোর): দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতবাসীর কাছে তুলে ধরতে পদাতিক নাট্য সংসদের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টায় নাট্য শিল্পীরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ভারতে প্রবেশ করে।  

নাটক চারটি হচ্ছে, গহন যাত্রা, কালরাত্রি, জনমাংক ও গুণজন বিবির পালা।

 

আগামী শনিবার (২১ জুলাই) ও রোববার (২২ জুলাই) দু'দিন নৈহাটি ঐক্যতার নাট্য মঞ্চে এসব নাটক অনুষ্ঠিত হবে।

ভারত যাওয়ার আগ মুহূর্তে বেনাপোল চেকপোস্টে নাট্য দলের অধিনায়ক মমিনুল হক দিপু বাংলানিউজকে জানান, চারটি জনপ্রিয় এ নাটক উপস্থাপনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভারতবাসীর মধ্যে তুলে ধরার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্বল হবে তেমনি বিশ্বের কাছেও দেশের গৌরবময় ইতিহাস স্থান পাবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।