ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ

ঢাকা: বাংলা কবিতায় কবি জসীমউদ্‌দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে দিতে যাচ্ছে ‘কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার’। প্রথমবারের মতো এ পুরস্কারে ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। 

আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে কবির হাতে।

বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন সাহিত্যিককে এক বছর অন্তর এ পুরস্কার দেবে বাংলা একাডেমি।

পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।